কক্সবাজারে ইয়াবাসহ মা-ছেলে আটক

কক্সবাজার শহরে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 09:08 AM
Updated : 8 May 2021, 09:08 AM

সদর থানার পরিদর্শক (অপারেশন ) মো. সেলিম উদ্দিন জানান, শনিবার সকালে শহরের মধ্যম কলাতলী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন কলাতলী এলাকার ৫০ বছর বয়সী এক নারী ও তার ছেলে সাইফুল ইসলাম (২১)।

পরিদর্শক সেলিম বলেন, শনিবার ভোরে সাগরপথে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে পুলিশের একটি দল অভিযানে নামে। পরে ইয়াবার চালানটি মধ্যম কলাতলী এলাকার একটি বাড়িতে মজুদ করার খবর আসে।

“পুলিশ বাড়ীটি ঘিরে ফেলার পর লুকিয়ে রাখা এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় গৃহকর্তা শামসুল আলম পালিয়ে যেতে সক্ষম হন। তবে বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়।”

পরিদর্শক বলেন, কলাতলী এলাকায় শামসুল আলমের নেতৃত্বে সাগরপথে ইয়াবা পাচারকারী একটি চক্র সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শামসুল আলমের ইয়াবা ব্যবসায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।