শ্রীমঙ্গল সীমান্তে বিপুল ভারতীয় চশমা আটক

মৌলভীবাজারের সীমান্ত থেকে প্রায় ১৯ হাজার ভারতীয় চশমা আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 02:04 PM
Updated : 7 May 2021, 02:04 PM

শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান এলাকায় শুক্রবার এই অভিযান চালানো হয় বলে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান।

এই ঘটনায় ‘চোরাকারবারিদের’ ব্যবহৃত পিক-আপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।

বিকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা গোয়েন্দা পুলিশ প্রেস ব্রিফিংয়ে একথা জানায়।  

ব্রিফিংয়ে হাসান  মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল মংলাম বস্তি দিয়ে সীমান্তের ওপার থেকে ‘চোরাকারবারীরা’ অনেক বস্তা আনে।

“বাংলাদেশে এনে বস্তাগুলো একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ আটক করে।”

তিনি জানান, আটক বস্তাগুলো খুলে বিভিন্ন রং, ব্র্যান্ড ও ফ্রেমের ১৮ হাজার ৮৫২টি চশমা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বদিউজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের ব্যবহারের পিকআপ ভ্যান ও গাড়ির চালক মো. শুভ মিয়াকে আটক করা হয়েছে।