নীলফামারীতে ঝড়ে গাছচাপায় স্বামী-স্ত্রী নিহত

নীলফামারী সদর উপজেলায় ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 09:36 AM
Updated : 7 May 2021, 09:36 AM

সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঝড় হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের অটোরিকশা চালক এনতাজুল হক (৫৩) ও তার স্ত্রী মমেনা খাতুন (৪২)।

নিহতদের বড় ছেলে মমিনুর রহমান (২৫) বলেন, তার বাবা-মা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠ্যাৎ করে ঝড় হলে একটি আমগাছ ও একটি মেহগনি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে তার বাবা-মা চাপা পড়েন। প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান শাহজাহান বলেন, রাত ১১টা ৪০ মিনিটে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় চার বছরের এক নাতিকে সঙ্গে নিয়ে ঘরে ছিলেন এনতাজুল-মমেনা দম্পতি।

“গাছ উপড়ে ঘরের ওপর পড়লে তারা নিহত হন।”

তবে তাদের নাতি জাহিদের কোনো ক্ষতি হয়নি বলে তারা জানান।