কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 08:41 AM
Updated : 7 May 2021, 08:41 AM

সদর উপজেলার জুগিয়া গ্রামের পালপাড়ায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির জানান।

মৃতরা হলেন- মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিকের ছেলে নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু (৪০) ও তার সহাকারী একই গ্রামের মানিক হোসেন (৩২)।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাদেক বাচ্চু কয়েকজন শ্রমিক নিয়ে জুগিয়া এলাকায় তার ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। শুক্রবার সকালে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে ঢালাই করা ছাদের বাঁশ-কাঠের সাটারিং খুলতে যান সাদেক ও মানিক।

পরে বেশ কিছুক্ষণ তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আমিরুল আশপাশের লোকজনদের খবর দেন। পরে তারা গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুইজনকে উদ্ধার করেন। এরপর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, বৃষ্টির পানিতে সেপটিক ট্যাংক ভরে যাওয়ার আশঙ্কায় আমিরুল ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখেছিল।দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়।

“ধারনা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে।”