বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান মারা গেছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 04:33 PM
Updated : 5 May 2021, 04:33 PM

বুধবার বিকালে ৬৬ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকু জানান, প্রায় তিন মাস আগে তিনি ফুসফুসের সংক্রমণ, কিডনি, হ্নদরোগসহ নানা জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি তিন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

কামরুজ্জামান বলেন, মাহফিজুর রহমান প্রায় তিন মাস আগে খুলনার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার মরদেহ কচুয়ায় পৌঁছানোর পর নামাজের জানাজা কোথায় কখন হবে তা ঠিক করা হবে বলে কামরুজ্জামান জানান।

তার মৃত্যুতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়সহ জেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

মাহফিজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহফুজুর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৯৭ ও ২০০৩ সালে পরপর দুইবার তিনি রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম তিনি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ ও ২০২০ সালে পরপর দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।