ভারতফেরত  ২০০ জনের কোয়ারেন্টিন ঝিনাইদহে

ভারত থেকে আসা দুইশ জনকে ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ঝিনাইদহ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 03:37 PM
Updated : 5 May 2021, 03:37 PM

‘যশোরে স্থান সংকুলান না হওয়ায়’ মঙ্গলবার রাতে পুলিশ প্রহরায় বিশেষ ব্যবস্থায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয় বলে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান।

তাদের ঝিনাইদহ পিটিআই-এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, কোয়ারেন্টিনে থাকাকালে তাদের থাকা ও খাওয়ার খরচ সরকার বহন করছে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর তাদের ছেড়ে দেওয়া হবে। তাদেরকে পুলিশী নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়।

এখানে যাদের রাখা হয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।

সরকারি ব্যবস্থাপনায় তারা খুশি বলে জেলা প্রশাসন জানিয়েছে।