শরীয়তপুরে ৫০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

শরীয়তপুরে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 08:41 AM
Updated : 5 May 2021, 09:56 AM

বুধবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম আসরাফুজ্জামান জানান, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নের চরজিংকিং বানিয়াল ঘাট থেকে মঙ্গলবার বিকালে গাঁজাগলো উদ্ধার করা হয়।

আটক সুজন মাতুববর (৩৩) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরমাইল ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মৃত তোতা মাতুববরের ছেলে।

পুলিশ সুপার বলেন, পদ্মানদী দিয়ে একটি ইঞ্জিল চালিত ট্রলার গাঁজা নিয়ে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ট্রলারটির পিছু নেয় এবং বানিয়াল ঘাট এলাকায় গিয়ে সেটি আটক করে।

“এ সময় ৫০ কেজি গাঁজা ও একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ এবং সুজনকে গ্রেপ্তার করা হয়। তবে ট্রলার চালক এ সময় নদীতে ঝাঁটিয়ে পড়ে পালিয়ে যায়।”

উদ্ধার গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, এ ঘটনায় সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।