রাজশাহীর নিরাপদ আবাসন কেন্দ্রে নারীর মৃত্যু

রাজশাহীর মহিলা ও শিশু-কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে এক নারীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 04:59 AM
Updated : 5 May 2021, 04:59 AM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, জুলেখা খাতুন (৫৫) নামের এই নারীকে মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি ২০১১ সাল থেকে পবা উপজেলার নিরাপদ আবাসন কেন্দ্রে ছিলেন।

কেন্দ্রের পরিচালক মোসাম্মৎ লাইজু রাজ্জাক বলেন, ২০১১ সালে আসার পর জুলেখা তার নাম বলতে পারলেও স্মৃতিশক্তি হারানোর কারণে পরিচয় বলতে পারেননি।

হাসপাতালের উপ-পরিচালক ফেরদৌস বলেন, মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুলেখা। রাতের তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

কিছুদিন আগেও জুলেখা অসুস্থ হয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তখন তাকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

“সেই চিকিৎসার কাগজপত্র রয়েছে। তিনি অসুস্থ ছিলেন।”