পদ্মা সেতুর রেল ও সড়ক পথ চালু হবে একই দিনে: রেলমন্ত্রী

পদ্মা সেতুর উপর রেল ও সড়ক পথ একই দিনে চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 02:26 PM
Updated : 4 May 2021, 02:26 PM

মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, “আগামী বছরের মাঝামাঝি যখন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ঠিক একই দিনে সেতুর উপর দিয়ে রেলপথও চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ একই দিনে পদ্মা সেতুর রেল ও সড়ক পথ চালু হবে।”

তবে তখন শুধু ভাঙ্গা থেকে সেতু পার হয়ে মাওয়া পর্যন্ত রেল আসবে জানিয়ে তিনি বলেন, মাওয়া থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। শিঘ্রই এই কাজও শেষ হবে।

“সে লক্ষ্যে এখন কাজ এগিয়ে চলেছে। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৬০ শতাংশ। আর ৪০ শতাংশের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।”

মন্ত্রী জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে সর্তকতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে পদ্মা সেতুর কাজ চলছে। রেলের মূল অংশটা পদ্মা সেতুর মূল সেতুর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। এখন রেলের স্লিপার বা রেল লাইন বসানোর কাজ শুরু হবে।

এই সময় মন্ত্রী রেল বিভাগ ও পদ্মা সেতুর কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।