স্পিডবোট দুর্ঘটনা: ৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

মাদারীপুরের  কাঁঠালবাড়ি ঘাটে পদ্মায় বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 04:49 AM
Updated : 4 May 2021, 06:24 AM

তাদের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও নিষেধাজ্ঞা অমান্য করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

জেলার শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, স্পিডবোটের চালক ও মালিকসহ চারজনের বিরুদ্ধে সেমবার রাতে এই মামলা হয়। মামলা করেছেন কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন।

আসামিরা হলেন স্পিডবোটের দুই মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম, চালক শাহ আলম ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকন। তাছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হযেছে।

ওসি মিরাজ বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সে জন্য পুলিশ কাজ করছে।

আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, “চালক অদক্ষ। তার লাইসেন্স নেই। স্পিডবোটও অবৈধ। তাছাড়া করোনাভাইরাস মহামমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট চালিয়েছেন তরা।”

সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোট দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সেখান থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবার লাশ রাতেই স্বজনরা নিযে গেছেন।