ঈদে ‘২০ হাজার’ পরিবার পাচ্ছে রাজশাহী সিটির সহায়তা

ঈদকে সামনে রেখে রাজশাহী নগরীর ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন এই সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 04:10 PM
Updated : 3 May 2021, 04:10 PM

সোমবার দুপুরে নগরীর পিটিআই মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে লিটন একথা জানান।

মেয়র লিটন বলেন, “করোনাকালীন এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রাজশাহীতে কর্মহীন, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।”

‘শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

আগামী কয়েকদিন ধরে এভাবে নগরীর সকল ওয়ার্ডে বিতরণ করা হবে বলেও তিনি জানান।

সহায়তার এই বিশেষ প্যাকেজে রয়েছে আট কেজি চাল, এক কেজি পোলাওয়ের চাল, দুই কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই।

নগরীর ২০ হাজার পরিবারকে এই হিসাবে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে মেয়র জানান।

দুপুরে পিটিআই মাঠে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন খাদ্য সামগ্রীর এই বিশেষ প্যাকেজ বিতরণ উদ্বোধন করেন।

প্রথম দিন নগরীর ১, ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ১২০০ পরিবারকে এই ঈদ উপহার দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।