জমিতে কীটনাশক ছিটানোর পর অসুস্থ, প্রাণ গেল হাসপাতালে

নওগাঁর ধামইরহাটে জমিতে কীটনাশক ছিটানোর পর অসুস্থ এক কৃষক হাসপাতালে মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 03:55 PM
Updated : 3 May 2021, 03:55 PM

সোমবার ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক বাদশা মিয়া (৩২)। তিনি আড়ানগর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও চিকিৎসক জানান, কৃষক বাদশা মিয়া রোববার দুপুরে ইরি বোরো ধানে পোকা দমনের জন্য জমিতে কীটনাশক স্প্রে করেছেন। কীটনাশক ছিটানোর এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রতীকী ছবি

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আবু জার গিফারী জানান, কীটনাশকের ‘বিষক্রিয়ায়’ বাদশা অসুস্থবোধ করলে রোববার সন্ধ্যায় তাকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

“সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

ডা. গিফারী আরও বলেন, “ওই কৃষক না খেয়ে জমিতে বিষ প্রয়োগ করছিলেন। এছাড়া ‘বিষক্রিয়ায়’ আক্রান্ত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় রোগীর অবস্থা জটিল আকার ধারণ করে। পরবর্তীতে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

ধামইরহাট থানার ওসি আব্দুল মোমিন বলেন, “বাদশা মিয়ার মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।”