ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: কওমি ছাত্র ঐক্যের নেতা গ্রেপ্তার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 03:05 PM
Updated : 3 May 2021, 03:05 PM

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বিল্লাল হোসেন (৪০) কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, হেফাজতের তাণ্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন বিল্লাল। ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের একাধিক ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ রয়েছে।

এ ছাড়াও সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ তাণ্ডবের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ থানায় ৫৬টি মামলা করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কর্তৃপক্ষ। এসব মামলায় সোমবার বিকেল পর্যন্ত ৪০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।