নেত্রকোণায় ২ পক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

নেত্রকোণার মদন উপজেলায় ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক কৃষক মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 09:52 AM
Updated : 3 May 2021, 10:39 AM

উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে আবুল কাসেম নামে এই কৃষক মারা যান বলে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান।

কাসেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, রোববার বিকালে গ্রামের বাড়িতে বোরো ধান মাড়াই করা নিয়ে প্রতিবেশী কৃষক আব্দুল লতিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কাসেম আহত হন। স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় সহিংসতা রোধে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছ। খুনি ধরতে পুলিশ অভিযানে নেমেছে। তাছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।