নওগাঁয় একশ নারী পেলেন সেলাই মেশিন

নওগাঁয় অসহায় ও দুঃস্থ একশ নারীকে সেলাই মেশিন দিয়েছেন জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 03:50 PM
Updated : 2 May 2021, 03:50 PM

তার পক্ষে রোববার শহরের টাইম স্কয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।

চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল অর্থায়ন করেছেন এই উদ্দ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছলিম উদ্দিন তরফদার সেলিম নারীদের সেলাই মেশিন দেওয়ায় ইকবাল শাহরিয়ার রাসেলের প্রশংসা করেন।

ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, “আমার এই সেলাই মেশিন দিয়ে কিছু নারীও যদি সামান্যতম উপকৃত হন তবে আমার এই প্রচেষ্টা সার্থক হবে।”

এই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক দীপক কুমার সরকার, সদস্য আব্দুল খালেক, জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রিজভী প্রমুখ রাখেন।