নাটোরে প্রশাসনের ব্যবস্থাপনায় তরমুজ বিক্রি, ক্রেতাদের ভিড়

নাটোরে সরাসরি কৃষকদের কাছ থেকে তরমুজ কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছে জেলা প্রশাসন। শনিবার পর্যন্ত এ তরমুজ বিক্রি হচ্ছিল ৫০ টাকায়।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 09:24 AM
Updated : 2 May 2021, 09:24 AM

রোববার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তরমুজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

গরম প্রচণ্ড বলে চাহিদা বেড়েছে, কিন্তু বৃষ্টিহীন অবস্থা প্রভাব ফেলেছে ফলনে, আবার লকডাউনের কারণে পরিবহনে খরচ বেশি-এসব মিলিয়েই এবার তরমুজ বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসন তরমুজ বিক্রি শুরুর ‍কিছুক্ষণের মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় তৈরি হয় এবং বেলা ১টার মধ্যে অধিকাংশ তরমুজ বিক্রি হয়ে যায়।

তরমুজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “শনিবারও নাটোর শহরে তরমুজ প্রতি কেজি ৫০টাকায় বিক্রি হয়েছে। অথচ আজ প্রশাসনের বিক্রয় কেন্দ্রে ৪০ টাকা কেজি দরে কিনতে পেরেছি “

মসজিদ মার্কেটের ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন,“নাটোরে তরমুজের দাম এতদিন নাগালের বাইরে ছিল। প্রশাসন বিক্রি শুরু করায় দাম কিছুটা কমতে শুরু করেছে।”

জেলা প্রশাসক বলেন, “মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তারা তরমুজের দাম নিয়ে ঠকছিলেন। তাই বাজার স্বাভাবিক করার প্রয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তরমুজ বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের হুড়োহুড়ি দেখে মনে হচ্ছে ক্রেতারা বিষয়টি ভালোভাবে নিয়েছেন।”

কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোরের উপ-পরিচালক সুব্রত সরকার বলেন, প্রশাসনের ব্যবস্থাপনায় তরমুজ বিক্রির ফলে কৃষক ও ভোক্তা উভয়েই লাভবান হবেন।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত সরকার ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী উপস্থিত ছিলেন।