ধর্ষণ মামলা সুনামগঞ্জ, আসামি গ্রেপ্তার নেত্রকোণা

ঢাকা থেকে সুনামগঞ্জের বাড়িতে আসা দুই পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

সুনামগঞ্জ সংবাদদাতা:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 05:23 PM
Updated : 30 April 2021, 05:23 PM

শুক্রবার বিকালে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে আলমগীর মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গত সোমবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পোশাককর্মী কিশোরী ধর্ষণের শিকার হন বলে মামলায় অভিযোগ করা হয়।

এই ঘটনায় পরদিন এক কিশোরীর বাবা জামালগঞ্জ থানায় দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২৭ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হয়েছে মনে করে জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের দুই পোশাককর্মী কিশোরী গ্রামের টমটম চালক আবুল কালামকে নিয়ে জামালগঞ্জ উপজেলা সদরের দিকে আসেন।

সন্ধ্যায় পৌঁছে জানতে পারেন লকডাউন বহাল আছে এবং গণপরিবহন বন্ধ রয়েছে। এরপর তারা আবুল কালামের গাড়িতেই বাড়ি ফিরে যাচ্ছিলেন।  

অভিযোগে আরও বলা হয়, গাড়ি ছাড়ার পর কালাম পথে তার বন্ধু একই গ্রামের বজলু মিয়ার ছেলে আলমগীর মিয়াকে গাড়িতে তোলেন। গাড়িতে দুই কিশোরীকে শরবতের মাধ্যমে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ তারা দুজনে করেন।

রাতে চানপুর গ্রামের গ্রামের একটি জমি থেকে তাদের উদ্ধার করে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সুনামগঞ্জ র‌্যাব-৯ এর উপপরিচালক সিঞ্চন আহমদ বলেন, শুক্রবার বিকালে র‌্যাবের একটি দল নেত্রকোণার মোহনগঞ্জে বোনের বাড়ি থেকে আলমগীর মিয়াকে গ্রেপ্তার করে। তাকে জামালগঞ্জ থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।