জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জুন শুরুর সিদ্ধান্ত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 01:02 PM
Updated : 30 April 2021, 01:27 PM

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মো. আবু হাসান জানান, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। আগামী ১ জুন সকাল ১০টা থেকে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে  আবেদন করা যাবে।

আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর দুই পর্বে আবেদন নেওয়া হবে। প্রাথমিকভাবে আবেদন করার পর চূড়ান্ত পরীক্ষার্থী বাছাই করা হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ভিত্তিতে আবেদন নেওয়া হবে। চূড়ান্ত আবেদনের প্রথম পর্ব চলবে ২৪-২৯ জুন এবং দ্বিতীয় পর্ব ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত।

চার ইউনিটে মোট ৭২ হাজার শিক্ষার্থী ভর্তিপরীক্ষা দিতে পারবেন বলে তিনি জানান।