নওগাঁয় বৃদ্ধা নিহত, ছেলে-পুত্রবধূ আটক 

নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 12:23 PM
Updated : 30 April 2021, 12:23 PM

শুক্রবার সকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ৬৫ বছর বয়সী এই নারী আত্রাই উপজেলার দীঘা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

আটক দুজন হলেন ওই বৃদ্ধার ছেলে জাহিদ হোসেন (৪৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, জাহিদ হোসেন ও তার স্ত্রী রহিমার সঙ্গে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি হচ্ছিল ওই বৃদ্ধার।

“সকাল ৯টার দিকে তর্কবির্তকের এক পর্যায়ে ছেলে ও তার স্ত্রী মসলা বাটার পাথর দিয়ে বৃদ্ধাকে মাথায় আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।”

ওসি আরও জানান, উপস্থিত স্থানীয়রা ছেলে ও তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ছেলে ও স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আবুল কালাম আজাদ।