চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 10:12 AM
Updated : 30 April 2021, 10:12 AM

মৃত সানাউল হক বিশ্বাস (৪৪) ভোলাহাট উপজেলার চাঁন শিকারী গ্রামের মুর্শেদ বিশ্বাসের ছেলে।

পুলিশের নির্যাতনে সানাউলের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সানাউলের ভাই মাসুদ রানা বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে পাশের একটি দোকানে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশ সানাউলকে আটক করে। এরপর পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়।”

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বরেন, “সানাউল মাদক মামলার পলাতক আসামি ছিল। গত ১৪ এপ্রিল তার বাড়ি থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে গেলে সে পালানোর চেষ্টা করে । এ সময় তিনি পড়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

“গ্রেপ্তারের পর সানাউল বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যান তিনি।”

সানাউলকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সানাউল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।”

সানাউলের মাদক ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করে তার ভাই মাসুদ বলেন, “আমার ভাই মাদক ব্যবসায়ী ছিল না। তবে মাদক সেবন করত।”