বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বরগুনায় ‘জমিজমার বিরোধে’ শাবল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 06:41 PM
Updated : 29 April 2021, 06:41 PM

সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

আয়নাল মীর বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় ছেলে জামাল মীরকে পুলিশ আটক করেছে।

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়িতে আয়নাল মীর ও ছোটো ছেলে জামাল মীরের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে জামাল মীর শাবল দিয়ে আয়নালকে আঘাত করেন।

ওসি জানান, বাড়ির অন্য সদস্যরা জমিতে কাজ করছিলেন। আয়নাল মীরের চিৎকারে সবাই ছুটে এসে আয়নালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আয়নাল মীরের বড়ো ছেলে কালাম মীর বলেন, “দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে জমিজমা বণ্টন নিয়ে ঝামেলা চলছিল। তার জের ধরে জামাল এই ঘটনা ঘটায়।” 

লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে; বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে জামাল মীরকে আটক করা হয়েছে বলে ওসি জানান।