চাঁদপুরে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় অর্থদণ্ড

চাঁদপুরে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 11:20 AM
Updated : 29 April 2021, 11:20 AM

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধুরীঘাট ফল পট্টি ও স্টেডিয়াম রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ককরেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল ইসলাম।

এই সময় জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এনএম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কেজি দরে তরমুজ বিক্রি ঠেকাতে এই অভিযান চালানো হয়।

অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার ও বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোড এলাকার আজওয়া স্টোরকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করতে দেওয়া হবে না।