নেত্রকোণায় ‘ধান চুরি করায় বেঁধে মারধর’, একজন আটক

নেত্রকোণায় ধান চুরির অভিযোগে এক ব্যক্তিকে বেঁধে মারধরের ভিডিও প্রচারিত হওয়ার পর একজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 08:30 AM
Updated : 29 April 2021, 09:42 AM

আটক মাসুদ মিয়া (৩০) জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

উপজেলার গোবিন্দশ্রী এলাকায় বুধবার রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, মাসুদ মিয়ার বাড়ি থেকে বুধবার ভোরের দিকে আধা বস্তা ধান চুরি হয়। এ সময় বাড়ির লোকজন ৬৫ বয়সী এক ব্যক্তিকে আটক করেন।

ওই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি ধান কাটার শ্রমিক হিসেবে মদনে এসেছিলেন।

ওসি বলেন, বুধবার দুপুরে তাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নজরে আসে। এ ঘটনায় মাসুদকে আটক করা হয়। তার বিরুদ্ধে নির্যাতনের মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে নির্যাতনের সঙ্গে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।