অনাবৃষ্টির ঝুঁকিতে ফরিদপুরের পাটক্ষেত

অনাবৃষ্টি আর পোকার আক্রমণে ঝুঁকিতে পড়েছে ফরিদপুরের পাটক্ষেত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 06:41 AM
Updated : 29 April 2021, 06:41 AM

ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিদ রণজিৎ কুমার ঘোষ বলেন, “প্রচণ্ড তাপদাহ চলছে, যা পাটের জন্য ক্ষতিকর। এতে পোকার আক্রমণ দেখা দিচ্ছে। এরা পাটের কচি পাতা ও ডগা কেটে দেয়।”

সম্ভাব্য করণীয় হিসেবে তিনি বলেন, “পোকাগুলো দিনে মাটির নিচে লুকিয়ে থাকে। সন্ধ্যায় বেরিয়ে আসে। নিড়ানি দিলে উপকার মিলবে। তাছাড়া কয়েক দফা সেচ দিলে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে।”

জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কয়েকটি মাঠে গিয়ে দেখা গেছে, চাষিরা ক্ষেতে যত্ন নিচ্ছেন। কোথাও কোথাও মাটি ফেটে গেছে।

এলাকার চাষিরা তাদের দুশ্চিন্তা কথা জানিয়েছেন।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হয়রত আলী বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পাট ইতোমধ্যেই চাষ হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে বোরো ধান কাটা হয়ে গেলে বাকিটায় শুরু হবে।