নেত্রকোণায় স্ত্রীকে `গলা কেটে হত্যার চেষ্টা’

নেত্রকোণায় ‘যৌতুকের জন্য’ তার স্বামীর বিরুদ্ধে দা দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2021, 03:07 PM
Updated : 28 April 2021, 03:39 PM

এ ব্যাপারে ওই গৃহবধূর বাবা বুধবার থানায় অভিযোগ দিয়েছেন বলে মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কান্তি সরকার জানান।

তিনি বলেন, “তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আহত গৃহবধূ (২২) মদন পৌরসভার রাসেল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি মদন সদরের বাড়িভাদেরা গ্রামে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ সায়েম হাসান জানান, ওই নারীর হাতে, বুকে, পিঠে, গলায় আঘাতের চিহ্ণ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন এই তরুণী গৃহবধূ বলেন, “আমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মারপিট নির্যাতন চালায়।

“মঙ্গলবার দিন আমাকে আবার টাকা আনতে চাপ দিলে আমি না করি। তখন আমাকে মারপিট করে; দা দিয়ে গলায় আঘাত করে।”

গৃহবধূর বাবার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, এক বছর আগে রাসেল মিয়া প্রেমের ফাঁদে ফেলে আদালতের মাধ্যমে তার মেয়েকে বিয়ে করেন।

অভিযোগে বলা হয়, কিছুদিন যেতে না যেতেই তার মেয়েকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন রাসেল। গরিব বাবা-মায়ের পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় জানালে কলির উপর নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে।

“এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য আবার চাপ দিলে মেয়ে অপারগতা প্রকাশ করে।”

তখন রাসেল তার ‘গলায় দা দিয়ে আঘাত’ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাসেল মিয়ার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।