বাগেরহাটে মাছের ঘেরে ২৫ কেজি ওজনের অজগর

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার এক মাছের ঘের থেকে ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 12:23 PM
Updated : 27 April 2021, 12:23 PM

সোমবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের এক মাছের ঘের থেকে উদ্ধার করা অজগরটি মঙ্গলবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পুর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরে জাল পেতে রাখেন। তুলতে গিয়ে জালে আটকে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পান সরোয়ার ।

ঘের মালিক সরোয়ার স্থানীয় বনবিভাগকে অজগর আটকে থাকার খবর দিলে তাদের অভিজ্ঞ দল সেখানে গিয়ে জীবিত অবস্থায় অজগরটি উদ্ধার করে।

“অজগরটি লম্বায় ১৫ ফুট, ওজন প্রায় ২৫ কেজি।”

মঙ্গলবার অজগরটি সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হয়েছে বলেন তিনি।