নিঝুম দ্বীপের ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 11:41 AM
Updated : 27 April 2021, 11:41 AM

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় মঙ্গলবার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।

“ঘটনার তদন্ত চলছে।”

ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, গত রোববার রাতে ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে তার বাড়ির রান্নাঘরে তিনি, তার ছোট ভাই সোহরাব উদ্দিন এবং স্ত্রী সেলিনা বেগম রাতে খাবার খাচ্ছিলেন।

এ সময় আকষ্মিকভাবে স্থানীয় একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, বগিদা, কিরিচ ও লোহার রড নিয়ে তার বাড়িতে প্রবেশ করে।

“সন্ত্রাসীরা ঘরের সামনে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।”

এ সময় সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে চেয়ারম্যান রান্নাঘরের ভেতর থেকে দরজা আটকে দেন। রান্না ঘরের লোহার দরজা ভেঙে প্রবেশ করতে ব্যর্থ হয়ে চেয়ারম্যানের বসত ঘরে প্রবেশ করে হামলাকারীরা।

“তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।”

এক পর্যায়ে চারদিক থেকে লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়