শরীয়তপুরে হিন্দু বাড়িতে আগুন, প্রতিমা ভাঙচুর

শরীয়তপুরের সদর উপজেলার একটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একই সময় ওই বাড়িতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 10:38 AM
Updated : 27 April 2021, 10:38 AM

সদর উপজেলার উত্তর বালুচড়া এলাকার পরিমল চন্দ্রের বাড়িতে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মোহাম্মাদ আক্তার হোসেন জানান।

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদ্বীপ ঘরাই বলেন, পরিমল চন্দ্রের বাড়ির লোকজন মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে কাঠের ঘরে আগুন জ্বলতে দেখে নিজেদের চেষ্টায় তা নেভান তারা। এ সময় ঘরে থাকা কিছু কাঠ পুড়ে যায়। পরে বাড়ির পাশে একটি সরস্বতীর  প্রতিমার ডান হাত ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

এ ঘটনায় পরিমল বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ইউএনও।

পরিমল বলেন, “আমার বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা কাঠের ঘরে আগুন দেয়। এবং একটি সরস্বতী মূর্তি ভাঙচুর করে।”

মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।