নেত্রকোণায় ট্রলার ডুবে ১৮ মৃত্যু: তিনজন গ্রেপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ট্রলার ডুবে ১৮ জনের প্রাণহানির ঘটনায় মালিক ও দুই মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 09:55 AM
Updated : 27 April 2021, 03:49 PM

জেলার মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সোমবার রাতে উপজেলার উচিতপুর নৌঘাট থেকে তারা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন- ট্রলার মালিক উপজেলার কুলিয়াটি গ্রামের লাহুত মিয়া (৪১), উচিতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাঝি আল আমিন ওরফে শাহাবাদ (২৮) ও উলুয়াটি গ্রামের আহ্লাদ মিযার ছেলে মাঝি কায়রুল (৩০)।

গত বছর ৫ অগাস্ট ময়মনসিংহ থেকে মাদ্রাসার ৪৮ শিক্ষক-শিক্ষার্থী হাওর ভ্রমণে আসেন। ট্রলারটি মদন উপজেলার রাজালীকান্দায় ডুবে গেলে ১৮ জনের মৃত্যু হয়।

প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছিলেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান মদনের ইউএনও বুলবুল আহমেদ।

এ ঘটনায় ঢাকা মহানগর যুগ্ম জেলা ও দায়রা জজ নৌ আদালতে মামলা হয়। তাতে নৌকার মালিক লাহুত মিয়া ও দুই মাঝিকে আসামি করে পুলিশ।

সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি ফেরদৌস আলম জানিয়েছেন।

আরও