কুড়িগ্রামে সেপটিক ট্যাংকের ‘বিষক্রিয়া’ শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম পৌরসভায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ‘বিষক্রিয়ায়’ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 08:01 AM
Updated : 27 April 2021, 08:01 AM

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রতন মিয়া (৩২) নামে এই শ্রমিক মারা যান।

রতন পৌরসভার আত্মারাম গ্রামের মোকসেদ আলীর ছেলে।

সকালে পৌরসভার কামারপাড়া গ্রামে মামুন মিয়ার বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের শটাটার খুলতে গিয়েছিলেন তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মনোরঞ্জন বলেন, “নতুন সেপটিক ট্যাংকের শটাটার খুলতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন রতন। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।”