চাঁদপুরে বাগদা চিংড়ির রেনুসহ এক জেলে আটক

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লাখের বেশি বাগদা চিংড়ির রেনুসহ  এক জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 10:39 AM
Updated : 23 April 2021, 10:39 AM

আটক মো. সেকান্দার বেপারী  (৬০) সদর উপজেলার দক্ষিণ গোবিন্দিয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার ভোরে সদর উপজেলার হানারচর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে হরিণা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম হোসেন জানান।

তিনি বলেন, “গোপন সংবাদে হানারচর এলাকায় মেঘনা নদীতে একটি কাঠের তৈরি ট্রলারে তল্লাশি চালানো হয। এ সময় বাগদা চিংড়ির রেনুভর্তি ১২টি ড্রাম জব্দ করা হয়। এতে প্রায় ২ লাখ ৪০ হাজার চিংড়ি মাছের রেনু ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। ”

পরে এ ঘটনার সাথে জড়িত জেলে সেকান্দারকে  আটক করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা বাকিরা এ সময় পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নাসিম বলেন, পাচারকারিরা এসব চিংড়ি রেনু দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক জেলেসহ পাচার চক্রের ১০ সদস্যের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নদী থেকে চিংড়ি মাছের রেনু আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোন অবস্থায় যেন নদী থেকে চিংড়ি রেনু ধরে পাচার করতে না পারে সে ব্যাপারে  পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।