চুরি ঢাকতেই শিশুটিকে হত্যা করেন বেকার পোশাককর্মী: পুলিশ

ঢাকার সাভারে আশুলিয়ার পোশাক কর্মী দম্পতির বাসায় তাদের আট বছরের শিশুকে হত্যার অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 10:17 AM
Updated : 23 April 2021, 11:08 AM

গ্রেপ্তার রিপন মিয়া (৩৫) তাদের পাশের ফ্লাটের ভাড়াটিয়া। পোশাক শ্রমিক রিপন এখন বেকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকায় ভাড়া বাসার বাথরুমের ছাদ থেকে শিশু সাজ্জাত হোসেনের কম্বলে মোড়ানো মৃতদহ উদ্ধার করা হয়। 

এঘটনায় নিহত শিশু সাজ্জাতের বাবা ইউসুফ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। মুলত টাকা ও মালামাল চুরির উদ্দেশ্যেই প্রতিবেশীর ঘরে ঢোকে রিপন।

“কর্মজীবি বাবা-মা দুইজন বাইরে থাকলেও শিশু সাজ্জাত তখন ঘরেই ছিল। ধরা পড়ার ভয়ে তাকে হত্যা করে লাশ বাথরুমের ফলস ছাদে লুকিয়ে রাখে সে।”

নিহত সাজ্জাতদের বাড়ি ভোলা জেলার সদর থানায়। বাবা ইউসুফের সঙ্গে মা খাদিজা বেগমও পোশাক কারখানায় কাজ করেন।