ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 07:10 AM
Updated : 23 April 2021, 07:50 AM

বিজিবি  ৩৪ ব্যাটালিয়নের   অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘুমধুম সীমান্তে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহীম কুতুপালং রোহিঙ্গা  শরণার্থী শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

কর্নেল আজাদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে ইয়াবা কারবারিরা।  এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে একজনের মরদেহ এবং ৮০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।