গাজীপুরে পরিবহণ শ্রমিকের ত্রাণ দিল প্রশাসন

করোনাভাইরাস মহামারীতে লকডাউনে গাজীপুরে কর্মহীন দুইশ পরিবহন শ্রমিককে ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 04:35 PM
Updated : 22 April 2021, 04:35 PM

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এই ত্রাণ বিতরণ করেছেন।

জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে প্রতিজনকে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, দেশে করোনা মহামারীতে লকডাউন চলাকালে যেসব পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সরবরাহ করা হচ্ছে।

করোনা মহামারীকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে এবং এই তালিকা অনুযায়ী প্রতিদিন এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ত্রাণ দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, সদর ইউএনও আব্দুল্লাহ আল জাকি, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সদর উপজেলা স্কাউটের সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।