খুলনায় ডিম বিক্রি ৫ টাকায়

করোনাভাইরাস মহামারীর মধ্যে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের’ অর্থায়নে খুলনা নগরীতে প্রতিটি ডিম পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 04:00 PM
Updated : 22 April 2021, 04:00 PM

এই প্রকল্পের অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিপিআই) খুলনা বিভাগীয় কমিটি এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি।

নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করে খোলা বাজারে পিকআপ ভ্যানে এই ডিম বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায়, ডিমের মূল্য কম থাকায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। একেকজন ক্রেতা ৫০ থেকে ১০০টি পর্যন্ত ডিম কিনছেন।

বুধবার দুপুরে নগরীর ডালমিল মোড়ে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সামনে ডিম বিক্রির এ কার্যক্রম শুরু হয় বলে সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন জানান।

সোহরাব হোসেন বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে পিকআপ ভ্যান ভাড়া দেওয়া হচ্ছে। আমরা স্বেচ্ছাশ্রমে প্রান্তিক খামারিদের কাছ থেকে স্বল্পমূল্যে ডিম কিনে বিক্রি করছি।

সোহরাব হোসেন আর বলেন, খুলনায় ১৬ হাজার প্রান্তিক খামারি রয়েছেন। এছাড়া এক হাজার ৩৬৭ পোল্ট্রি ও দুইটি হাঁসের খামার রয়েছে। করোনা পরিস্থিতিতে এসব খামারিরা ডিম বিক্রি করতে পারছেন না।

জেলার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার এমন ১৩ জন প্রান্তিক খামারির কাছ থেকে এ ডিম আনা হচ্ছে বলে তিনি জানান।