নওগাঁয় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ উদ্ধার করা হয়েছে।
Published : 22 Apr 2021, 08:24 PM
বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার বড়কৈ গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে স্থানীয় প্রশাসন।
উদ্ধার তালিকায় রয়েছে, ৪৮ বস্তা ডিএপি, ২১ এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা ধানের বীজ।
এ ঘটনায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে তেঁতুলিয়া ইউনিয়নের সদস্য আতাউর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের বড়কৈ গ্রামের বাসায় নিয়ে যান।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আতাউর রহমান বলেন, “ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভুক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি। সংগ্রহকৃত কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি।
তবে মান্দা থানার ওসি শাহীনুর রহমান জানান, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।