নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ছাত্রলীগ নেতার মামলা

ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 03:56 AM
Updated : 22 April 2021, 03:56 AM

সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে নুরুল হক নুরকে (৩০)। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইদ্রিস হাওলাদারের ছেলে তিনি।

মামলার বাদী মঈন উদ্দিন (২৬) কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি। কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার ছব্বির আহমদের ছেলে তিনি।

ওসি মামলার এজাহারের বরাতে বলেন, গত ১৪ এপ্রিল বিকালে নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারিত এক ভিডিও বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

“এজাহারে বাদী অভিযোগ করেছেন, নুর যে বক্তব্য প্রচার করেছেন তাতে আওয়ামী লীগের নেতাকর্শীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার পাশাপাশি আক্রমণাত্বক উস্কানি দেওয়া হয়েছে।”

এর আগে একই অভিযোগে তার বিরুদ্ধে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।

তাছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতেও একই অভিযোগে মামলা হয়েছে।

মামলা হওয়ার পর নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নুরুল হক নূর।