ভোলায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতে রোগী

ভোলা জেলা জুড়ে ব্যাপক আকারে ডায়রিয়া দেখা দিয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 05:28 PM
Updated : 21 April 2021, 05:28 PM

সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন উপজেলায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ বলছে, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে ডায়রিয়ার প্রকোপ কমাতে জেলার ৭৪টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।

জেলা সদর হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, গরম ও দুর্গন্ধে রোগীর সঙ্গে আসা স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতালের বারান্দায় দুই পাশে শুয়ে আছে প্রায় তিন শতাধিক ডায়রিয়া আক্রন্ত নারী-পুরুষ ও শিশু।

ডায়রিয়া ওয়ার্ডের সামনে থেকে শুরু করে পুরুষ সার্জারি ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ডের বারান্দার মেঝেতে শুধু ডায়রিয়া রোগী।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ডায়রিয়ার প্রকোপ কমাতে জেলার বিভিন্ন যায়গায় ৭৪টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। ডায়রিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে সেই তুলনায় ডাক্তার ও নার্স না থাকায় হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও জানান, জেলায় গত এক সপ্তাহে এক হাজার ১০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তিন শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।