যমুনা নদী থেকে বালু তোলায় ১১ জনকে কারাদণ্ড

টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 12:53 PM
Updated : 21 April 2021, 12:53 PM

বুধবার দুপুরে উপজেলার জগৎপুড়া এলাকায় র‍্যাব এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

দণ্ডিতরা হলেন- এনামুল হক, ছানা, ওয়াসিম খান, ইমতিয়াজ, নুরুল ইসলাম, ছালাম সরকার, জাহাঙ্গীর আলম, হাফিজুর, আপেল, আরমান খান ও বিল্পব হোসেন।

র‌্যাব-১২  টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ১১ জনকে আটক করা হয়ে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় পাঁচটি ভেকু মেশিন, চারটি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।