ক্ষেতের ভেতরে ‘পথ না দেওয়ায়’ কুপিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় ক্ষেতের ভেতর দিয়ে পথ না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 11:32 AM
Updated : 21 April 2021, 11:32 AM

নিহত মো. ওলিয়ার শেখ (৬০) উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের বাসিন্দা।

বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান জানান।

নিহত ওলিয়ারের স্ত্রী আলেয়া বেগম বলেন, “আমার স্বামী বাড়ির পাশে তিন শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ শুরু করে।বেগুন ক্ষেতের পাশে প্রতিবেশী ইসহাক শেখের পানের বরজ রয়েছে।

“ওই পানের বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার স্বামীর কাছে বেগুন ক্ষেতের ভেতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেছিলেন। এতে আমার স্বামী রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হন ইসহাক।”

এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার তার স্বামীর উপর ইসহাক ও তার ছেলেরা হামলাও করেছে বলে অভিযোগ করেন তিনি।

আলেয়া বলেন, “এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে ইসহাক ও তার সহযোগীরা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে আমার স্বামী ওদের নাম বলে গেছে “

ওসি বলেন, ওলিয়ারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।