বান্দরবানে ‘মুক্তিপণ না পেয়ে’ কিশোর হত্যা, আটক ২

বান্দরবানের লামা উপজেলায় কুমিল্লা থেকে অপহৃত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে মুক্তিপণ না দেওয়ায় হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 10:20 AM
Updated : 21 April 2021, 10:20 AM

লামা থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিং ঝিরি এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন তারা।

নিহত মো. অলি উদ্দিন স্বাধীন (১৭) কুমিল্লার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।

ওসি মিজানুর বলেন, দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।

“পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পাওয়ায় তাকে তারা হত্যা করেন।”

অলি উদ্দিন গত ২২ মার্চ ফুফাত ভাইয়ের সঙ্গে বেড়ানোর জন্য বের হয়ে নিখোঁজ হয় বলে তার বড় ভাই রিয়াজ উদ্দিন সোহেল জানান। পরে কুমিল্লার বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

ওসি মিজানুর বলেন, মঙ্গলবার বড় ভাই সোহেল পুলিশের সহযোগিতা পেতে লামা থানায় আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়।

“অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেন।”

আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার খারাতাইরা গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমদ (৩৮) ও দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের ১৭ বছরের এক কিশোর।

ওসি জানান, ফয়েজ আহমদ লামা রূপসীপাড়া ইউনিয়নের বেতঝিরি এলাকার ইউনুস মোল্লার জামাতা। ফয়েজের বিরুদ্ধে লামা থানায় একাধিক মামলা রয়েছে।