মৌলভীবাজারে নকল শিশুখাদ্যের কারখানা, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 05:42 AM
Updated : 21 April 2021, 05:42 AM

একটি কারখানার মালিককে পুলিশ আটক করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক মো. হুমায়ুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলার ভানুগাছ রোডে এই ভেজাল কারাখানা দুটিতে নামী-দামি ব্র্যান্ডের নকল সিল দিয়ে জুস, চকলেট, স্যালাইন, আগরবাতি, গোলাপজল, তেলসহ প্রায় ৩০ প্রকারের পণ্য উপাদন করা হচ্ছিল। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় দুই টাক নকল মাল উদ্ধার করা হয়েছে; যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আটক হাবিব মিয়ার (৩৫) বাড়ি চাঁদপুর জেলায়।

হাবিব একই অপরাধে আগেও আটক হয়েছিলেন। বাসা বদল করে আবার একই কারবার শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়ার পর হাবিব সাংবাদিকদের বলেন, “জীবিকার তাগিদে আবার এই পেশায় নিয়োজিত হই।”

ভেজাল পণ্য ও প্রসাধনী উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানাও ওসি আব্দুস ছালিক।