গাইবান্ধায় ব্যবসায়ীর মৃত্যু: ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 06:26 PM
Updated : 20 April 2021, 06:26 PM

মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার হয়েছে বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রত্যাহার হলেন, গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান এবং উপ-সহকারী পরিদর্শক মোশাররফ হোসেন।

গত ১০ এপ্রিল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসানের স্ত্রী বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনে মাসুদসহ তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় মাসুদকে ওই দিনেই পুলিশ গ্রেপ্তার করে।

অন্যদিকে পুলিশের গাফেলতি তদন্তে গাইবান্ধা জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রাহাত গাওহারী, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু খায়ের এবং পুলিশ পরিদর্শক আবদুল লতিফ মিয়াকে দিয়ে তিন সদস্যের কমিটি করা হয়।

এ কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়।