ভোলায় অজ্ঞাত রোগে ‘অর্ধশত’ মহিষের মৃত্যু

ভোলায় কয়েকটি চরে অজ্ঞাত রোগে ‘প্রায় অর্ধশত’ মহিষ মারা গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 02:02 PM
Updated : 20 April 2021, 02:02 PM

মঙ্গলবার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “মহিষ মারা যাওয়ার কারণ এখনও আমরা শনাক্ত করতে পারেনি। তবে আমাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

ভোলা জেলায় মহিষ নিয়ে কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীন জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, সরকারি হিসাবে ভোলা জেলায় এক লাখ ২৪ হাজার মহিষ রয়েছে।

অজ্ঞাত রোগে ভোলার দক্ষিণের বিভিন্ন চরে মহিষ মারা যাচ্ছে এমন খবর পাওয়ার কথা জানিয়ে তিনি এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দক্ষিণে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে চর ইসলাম, চর ফারুকীসহ বিভিন্ন চরে এ ঘটনা ঘটেছে।

স্থানিয় পশু চিকিৎসক সাঈদ সিকদার জানান, সর্দী, পেট ফোলা, মুখ দিয়ে লালাপড়া এবং খাবারে অনীহা দেখা দেওয়ায় ৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৫০টি মহিষ মারা গেছে।

চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫ নম্বর ওয়ার্ডের বারেক হাওলাদারের একটি, চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ৬টি, মিনাল রায়ের ৮টি, রবি হাজারীর ৩টি, তপন বিশ্বাসের ৪টি, আলমের ৪টি, কাঞ্চন মাতাব্বরের ৪টি, মুনসুর মুন্সির ৮টি, দক্ষিণ চর আইচা ৬ নম্বর ওয়ার্ডের বাশু সর্দারের ৩টিসহ প্রায় ৫০টি মহিষ অজ্ঞাত রোগে মারা গেছে বলেন তিনি।

মনপুরা ও তজুমদ্দিন এবং চরফ্যাশনের মূল ভূখণ্ড থেকে নদী ভাঙনের শিকার হয়ে নতুন করে বাঁচার জন্য এরা এ চরে আশ্রয় নিয়েছেন।