‘হাঁসে ধান খাওয়া নিয়ে’ সংঘর্ষে হবিগঞ্জে একজন নিহত

হবিগঞ্জে হাঁসে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 11:32 AM
Updated : 20 April 2021, 11:32 AM

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বানিয়াচঙ্গ উপজেলার প্রথমরেখ মহল্লায় এ সংঘর্ষে আহত আরও পাঁচজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত হোসেন আহমদ (৪৫) উপজেলার যাত্রাপাশা প্রথমরেখ মহল্লার আব্দুল ওয়াকিল মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, প্রথমরেখ মহল্লার নুরুল হোসেন এবং সামায়ুন মিয়ার মধ্যে হাঁসে ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন আহমদ এ সংঘর্ষ থামাতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হোসেন সম্পর্কে সামায়ুন মিয়ার চাচা হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।