বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে দুজন গ্রেপ্তার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 07:40 PM
Updated : 19 April 2021, 07:40 PM

রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গ্রেপ্তাররা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালার প্রয়াত মকবুল আহমদের ছেলে অলি আহমদ (২৬) ও বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে হাফেজ এইচ এম হামিদুর রহমান (২৭)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার ওই দুই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে আসছিলেন। তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, “গ্রেপ্তার হামিদুর রহমান হেফাজতের কর্মী ও অলি আহমদ ছাত্র শিবির করতেন। তারা সংগঠনের কোনো পদে নেই। তবে দুজনই সংগঠনের সক্রিয় কর্মী।”