পুলিশ পরিদর্শক নিহত ‘ভাইয়ের’ শাবলের আঘাতে

‘জমির বিরোধে’ নড়াইলে শাবলের আঘাতে এক পুলিশ পরিদর্শককে হত্যার অভিযোগ উঠেছে ছোটো ভাইয়ের বিরুদ্ধে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 03:32 PM
Updated : 19 April 2021, 03:32 PM

লোহাগড়া উপজেলায় সোমবার এই ঘটনা ঘটেছে বলে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান।

নিহত মো. সালাউদ্দিন শেখ (৫০) উপজেলার শেখপাড়া বাতাশী গ্রামের মান্নান শেখের ছেলে। তিনি মাগুরা সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

ওসি আশিকুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বাতাশী গ্রামে সালাউদ্দিন শেখের সঙ্গে তার আপন ছোটো ভাই জসিম শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

“এর জের ধরে সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে জসিম শাবল দিয়ে সালাউদ্দিনকে মাথায় আঘাত করেন। এই সময় ঠেকাতে গিয়ে মেজো ভাই গিয়াস উদ্দিনও (৪৫) আহত হন।”

ওসি জানান, এলাকাবাসী আহত দুভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সালাউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল; পথেই তিনি মারা যান। 

তিনি আরও জানান, লোহাগড়া পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। নড়াইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, জসিম পলাতক রয়েছেন; তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।