বঙ্গবন্ধু-হাসিনা-মোদীর ছবি ‘বিকৃতি’, যুবক গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করার অভিযোগে নেত্রকোণায় এক যুবক গ্রেপ্তার হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 02:55 PM
Updated : 19 April 2021, 02:55 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোমবার তাকে গ্রেপ্তার করা হয়; পরে পাঁচা দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার রাসেল মিয়া (৩৩) নেত্রকোণার আটপাড়া উপজেলার দেওগাওয়ের আনিফ মিয়ার ছেলে।

আটপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলাটি দায়ের করেন।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, দুইদিন আগে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে আটপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাসের ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠান রাসেল মিয়া। সেই সাথে রাসেল উপজেলা ছাত্রলীগ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

এই অভিযোগে মামলা দায়েরের পর রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামছুল হক বলেন, দুপুরে উপজেলার দুওজ এলাকায় শ্বশুরবাড়ি থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করলে রাসেল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত মঙ্গলবার রিমান্ড নিয়ে শুনানির দিন নির্ধারণ করেছে জানিয়ে এসআই শামছুল আরও বলেন, “রাসেল মিয়ার রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি একাই এসব করেছেন কিনা, কেন করেছেন, তার সাথে আর কে কে আছেন বা কোনো গ্রুপ জড়িত কিনা তা জানতেই এই রিমান্ড চাওয়া হয়েছে।”