জীবন আপনার, সরকারের নয়: হুইপ স্বপন

করোনাভাইরাসে আক্রান্ত শতাধিক মৃত্যু অব্যাহত থাকার মধ্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 12:39 PM
Updated : 19 April 2021, 12:57 PM

সোমবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঁচ বেডের আইসিইউ ইউনিট এবং কিডনি রোগীদের ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে করোনার মহামারী থেকে জাতিকে রক্ষা করবার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

“দেশবাসীকে বলতে চাই জীবনটা আপনার, সরকারের নয়।

“সরকার শুধু সর্বোচ্চ দায়িত্ব পালন করবে আর আমরা অবহেলা করে পরিস্থিতির অবনতি করব, এটি যেন না হয়।”

সবাই মিলে সবাইকে মাস্ক পরসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করার আহ্বান জানান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।

স্বপন বলেন, জেলার সব কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্কের ব্যবহার নিশ্চিত করতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হাবিবুল হাসান তালুকদার, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।