ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ১২ ‘হেফাজত কর্মী-সমর্থক’ গ্রেপ্তার

নরেন্দ্র মোদীর সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১২ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের `হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক’ বলছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2021, 11:56 AM
Updated : 19 April 2021, 11:56 AM

সোমবার জেলার পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই নিয়ে তাণ্ডবের পর দায়ের করা ৫৫ মামলায় মোট ৩১০ জন গ্রেপ্তার হলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১২ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে।

তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয় যাদের মধ্যে বেশিরভাগ ছিল মাদ্রাসা ছাত্র। সেই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়। এসব মামলার এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।

আরও পড়ুন